আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের পাশে খাশোগির নামে সড়ক!

এবিএনএ: তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। তারই জের ধরে খাশোগিকে সম্মান দেখাতে এবার যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসের পাশের সড়কের নাম পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে, সিটি কাউন্সিলের অনুমতি পেলে অ্যাডভাইজরি কমিশন জামাল খাশোগি সড়ক হিসেবে এটির নামকরণ করবে।

এ সংক্রান্ত পিটিশনে বলা হয়, এ ধরনের হত্যা যে একেবারে অগ্রহণযোগ্য সৌদি আরবের কর্মকর্তাদের তা স্মরণ করিয়ে দিতে আমরা সড়কটি নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গিয়ে হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক চাপের মুখে পড়েন সৌদি যুবরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button