বাংলাদেশলিড নিউজ

রাজধানীতে সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ নেতা গ্রেফতার

ঢাকায় গোপন অভিযানে সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ

এবিএনএ:  রাজধানীতে গোপন অভিযানে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছেন বাগেরহাট-আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মোট জন নেতাকর্মী।

এই তথ্য মঙ্গলবার (এপ্রিল) নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক সমন্বিত অভিযানে ডিবি পুলিশ এসব নেতাদের গ্রেফতার করে। তাদের মধ্যে সাবেক ওয়ার্ড কমিশনারও রয়েছেন।

গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা বলে জানা গেছে। যদিও গ্রেফতারের প্রকৃত কারণ প্রেক্ষাপট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ঘটনার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে নতুন উত্তাপের ইঙ্গিত দিচ্ছে এই অভিযান।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দ্রুতই বিস্তারিত জানানো হবে।

Share this content:

Back to top button