এ বি এন এ : চলতি বছরের পহেলা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গত তিন মাসে মন্ত্রিসভার ১১টি বৈঠকে ৯২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ৬৫ সিদ্ধান্ত বাস্তবায়ন ও ২৭টি বাস্তবায়নাধীন রয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক সংসদে আইন পাস হয়েছে ২০টি। অনুমোদিত কর্মকৌশল ছিল দুটি আর অনুমোদিত এমইউ তথা চুক্তির সংখ্যা নয়টি।
সচিব বলেন, ২০১৫ সালের একই সময়ে তথা এই তিন মাসে ১৩টি বৈঠক অনুষ্ঠিত হয়। তিন মাসে ৬৮ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে বাস্তবায়ন হয় ৪৪টি আর বাস্তবায়নাধীন ছিল ২৪টি। আইন পাস হয় সংসদে তিনটি। অনুমোদিত নীতি ছিল দুটি ও দুটি ছিল এমইউ।