আমেরিকাএক্সক্লুসিভএবিএনএ স্পেশাল

দেশের জন্য কাজ করতে চান ট্রাম্প : মেলানিয়া

দেশের জন্য কাজ করতে চান ট্রাম্প। এমনটাই জানালেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সোমবার ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেছেন, ট্রাম্প তার দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চান।

চার দিনের ওই সম্মেলনে ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে। প্রথম দিনের বক্তৃতাতেই রিপাবলিকানদের সামনে আসেন মেলানিয়া।

তবে তার বক্তব্যের সঙ্গে মিশেল ওবামার আগের বক্তব্যের বেশ মিল খুঁজে পাওয়া গেছে। ট্রাম্প সম্পর্কে মেলানিয়া বলেন, তিনি প্রয়োজনে যেমন কঠোর হতে পারেন তেমনি খুব সদয়, ন্যায়পরায়ন এবং যত্নশীলও হতে পারেন।

তার বিভিন্ন গুণাবলীর জন্যই আমি তার প্রেমে পড়েছিলাম এবং এখনও তার সঙ্গে আছি। যদি আপনারা চান কেউ আপনাদের এবং দেশের সেবা করবে তাহলে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি ট্রাম্পই সেই মানুষ যাকে আপনারা খুঁজছেন।

Share this content:

Back to top button