তানিয়ার পরিচালনায় ‘ভালবাসা এমনি হয়’


এবিএনএ : জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ এর প্রথম পরিচালনায় নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এর নতুন ছায়াছবি ‘ভালবাসা এমনি হয়’।
ইমপ্রেস টেলিফিল্ম এর নান্দনিক পূর্ণদৈর্ঘ বাংলা চলচ্চিত্রটি গার্ডেন অফ লন্ডন হিসাবে পরিচিত কেন্ট শহরে চিত্রায়িত হয়েছে।
এই ছবিতে অভিষেক হয়েছে বাংলা চলচ্চিত্রের নতুন মুখ, জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেয়ার এন্ড হ্যান্ডসাম-হ্যান্ডসাম দ্যা আল্টিমেট ম্যান’ বিজয়ী ইরফান সাজ্জাদ। তার সাথে রয়েছেন লাক্স তারকা অনন্যা সুন্দরী, বিনোদন জগতের পরিচিত মুখ বিদ্যা সিনহা মীম। আরো রয়েছেন মিশু সাব্বির ও তারিক আনাম এর মত শক্তিশালী অভিনেতা।
৯ জানুয়ারি রাজধানীর তেজগাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘ভালবাসা এমনি হয়’ এই নান্দনিক পূর্ণদৈর্ঘ বাংলা চলচ্চিত্রটির খুটিনাটি নিয়ে চা চক্র। রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই ছবিটি সম্পর্কে নানা তথ্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইমপ্রে টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবিটির পরিচালক অভিনেত্রী তানিয়া আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন ছবির শিল্পী কলা কুশলী এবং সেলিব্রেটি মিডিয়া ব্যক্তিত্ব।