জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’

এবিএনএ : দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দুর্নীতিকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে ও হচ্ছে। এ ছাড়া দুর্নীতিকারীরা ক্ষমতার বাছ-বিচারে ছোট-বড় বলতেও কিছু নেই। মনে রাখতে হবে, অপরাধী সে অপরাধীই।’
আজ শুক্রবার সকালে রাজধানীর দুদক কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৬ উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
নাসিরউদ্দিন বলেন, আমরা আলোকিত মানুষ গড়ে দুর্নীতি প্রতিরোধ করতে চাই। এজন্য দুদকের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়েছে। এরই মধ্যে আমরা সফলতাও অর্জন করেছি। তবে একার পক্ষে কখনো দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
শোভাযাত্রায় দুদক সচিব মোস্তফা কামাল, দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন।

Share this content:

Back to top button