লিড নিউজশিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় ছাত্রলীগের প্রতিরোধের মুখে ঢাবি ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকা ছেড়ে চলে যান ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ছাত্রলীগের প্রতিরোধের মুখে পিছু হটে ছাত্রদল। তবে শক্তি বাড়িয়ে ক্যাম্পাসে আসার পরিকল্পনা করেন তারা।

Back to top button