
এবিএনএ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৪ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী। রবিবার সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। কারণ মাঠ নির্বাচন করার মত সমতল নয়।
তিনি বলেন, চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছি। কিছুই চাইনি। আমি কিছু চাওয়ারও লোক না। এই পরিচালনায় নির্বাচন হতে পারে না। তাই আমি মাঠ ছেড়ে দাঁড়ালাম। তিন দফা দাবিতে টাঙ্গাইলে চারদিনের অনশনে অসুস্থ হয়ে পড়েন লতিফ সিদ্দিকী। পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয় তাকে। গত বৃহস্পতিবার বিকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এদিকে, ভোট থেকে সরে দাঁড়ালেও প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তা কার্যকর হবে না। সেক্ষেত্রে ব্যালটে তার নাম ও প্রতীক থাকবে।
Share this content: