

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে এমনিতেই হাজারো নিয়মের কড়াকড়ি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর সেই কড়াকড়ি আরও বেড়েছে। সেই ধারাবাহিকতায় যোগ হতে যাচ্ছে নতুন এক নিয়ম। এবার থেকে মার্কিন ভিসা পেতে যাচাই করা হবে আবেদনকারীর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট এ প্রস্তাব আনে। সংবাদমাধ্যম বলা হয়, নতুন আইনে আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগের মাধ্যমের সব তথ্য প্রকাশ করতে হবে। এর আগে অন্য কোনো দেশ থেকে তিনি বিতাড়িত করা হয়েছেন কি না তাও জানাতে হবে মার্কিন প্রশাসনকে।এ ছাড়া ওই ব্যক্তির দূর বা নিকট আত্মীয় সন্ত্রাসবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন কি না সেসব তথ্য ও দিতে হবে। এসব তথ্য বিস্তারিত জানাতে ভিসা আবেদনকারীকে ৬০ দিনের সময় দেওয়া হবে। নতুন এই আইন চালু হলে প্রায় ১৫ লাখ নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীর ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।