এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়া সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
এর আগে বুলগেরিয়ার স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১০৪০ ফ্লাইটে সোফিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকালে দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়।