আমেরিকালিড নিউজ

ট্রাম্পে অপছন্দ রিপাবলিকান নেতৃত্ব ভোট দিবেন বাইডেনকে!

এবিএনএ : রিপাবলিকান দলের অনেক প্রভাবশালী নেতা এবার দলের বাইরে গিয়ে ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিবেন। প্রেসিডেন্ট ট্রাম্প দলীয় প্রার্থী হিসেবে তাদের পছন্দ নয়। এদের মধ্যে যেমন আছেন রিপাবলিকান টিকেটে নির্বাচন করা প্রেসিডেন্ট পদপ্রার্থী, তেমন রয়েছেন রিপাবলিকান পার্টির সাবেক চেয়ারপারসন ও বর্তমান গভর্নর। যা খুবই বিরল ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য তো বটেই, রিপাবলিকান পার্টির ক্ষেত্রেও তা দুঃস্বপ্নের কারণ। প্রভাবশালী সিনেটর মিট রমনি। তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে ২০১২ সালে বারাক  ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচনে হেরে যান। বর্তমানে তিনি ইউটাহ অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর।

পেনসেলভেনিয়া সাবেক গভর্নর ও জর্জ বুশের প্রসাশনের প্রথম হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি টম রিজ ডেমোক্রেট জো বাইডেনকে নির্বাচত করার আহবান জানিয়েছেন। জর্জ বুশের পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চীফ অব ষ্টাফের চেয়ারম্যান জেনারেল কলিন পাওয়েল যুক্তরাষ্ট্রের স্বার্থেই বাইডেনকে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত এমনটাই মনে করছেন। এর বাইরে আরো অনেক উল্লেখযোগ্য রিপাবলিকান নেতা ট্রাম্পের বদলে বাইডেন তাদের পছন্দের এবং তাকেই ভোট দিবেন বলে ঘোষণা দিয়েছেন।

Share this content:

Back to top button