আমেরিকালিড নিউজ

‘মুসলিম’ হওয়ায় আমেরিকায় হানিমুনে ব্রিটিশ দম্পতিকে বাধা

এবিএনএ : আমেরিকার হাওয়াই রাজ্যে হানিমুন করতে চেয়েছিলেন ব্রিটিশ নবদম্পতি। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণের পর তাদের বলা হয় পাঁচ মিনিটের জন্য সাক্ষাৎকার নেয়া হবে। পাঁচ মিনিটের বদলে তাদের ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হয় ২৬ ঘণ্টা। এরপর ফিরতি বিমানে তাদের ব্রিটেনে পাঠিয়ে দেয়া হয়। এমন নিষ্ঠুর আচরণের কোনো ব্যাখ্যাও দেখা হয়নি তাদের।

নাতাশা পলিতাকিস (২৯) বলেন, ‘আমার স্বামী আলী গুল মুসলিম বলেই এমন আচরণ করা হয়েছে। ‘ হাওয়াইয়ে হানিমুনের জন্য সাত হাজার পাউন্ড অগ্রিম পরিশোধ করেছিলেন নাতাশা ও তার স্বামী। পরে তারা হানিমুন করেছেন আমেরিকার পাশ্ববর্তী দেশ মেক্সিকোতে।

নাতাশার স্বামী আলী গুল তুরস্কের বংশোদ্ভূত। লন্ডনের এনফিল্ডে তার ব্যবসা আছে। নাতাশা বলেন, ‘কী ঘটতে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পরেই দেখি আমাদের হাতে হাতকড়া পরিয়ে দেয়া হয়েছে। চাইলেও এ ঘটনা আমরা সারাজীবনেও ভুলতে পারবো না। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button