লাইফ স্টাইললিড নিউজ

জগিঙের সময় কেন সঙ্গে বন্দুক রাখছেন মার্কিন নারীরা?

এবিএনএ: যুক্তরাষ্ট্রে জগিঙে বেরিয়ে হেনস্থার শিকার হচ্ছেন নারীরা। যাদের অধিকাংশের বয়স ৩০ বছরের কম। সাম্প্রতিকতম এক সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ২০০৭ সালের একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে, জগিঙে বেরিয়ে সেদেশের প্রায় ৪৩ শতাংশ নারীকে হেনস্থার শিকার হতে হয়।
রিপোর্টের আরও একটি তথ্য রীতিমতো চমকে দেওয়ার মতো। এতে বলা হয়েছে, জগিঙে বেরিয়ে হেনস্থার শিকার নারীদের মধ্যে ৫৮ শতাংশের বয়স ৩০ বছরের কম! অন্যদিকে, মার্কিন মুলুকে জগিঙে বেরিয়ে হেনস্থার শিকার হয়েছেন এমন পুরুষের সংখ্যা মাত্র ৪ শতাংশ। এই ভয়ানক অভিজ্ঞতার শিকার নারীদের ৩০ শতাংশ জানিয়েছেন, হেনস্থাকারীরা মূলত হাঁটাপথ, গাড়ি বা বাইকে তাঁদের পিছু নিয়েছিল। আর এই ভয়ানক অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁদের অভ্যাসে বদল এনেছিল বলেও জানিয়েছেন তাঁরা। তাঁরা হয় জগিঙের পথ বদল করেছেন অথবা আত্মরক্ষায় তাঁরা পিপার স্প্রে সঙ্গে রাখছেন। এমনকি ১ শতাংশ মহিলা সঙ্গে বন্দুক নিয়ে জগিঙে বেরোচ্ছেন বলেও সমীক্ষায় বেরিয়ে এসেছে। এ মাসেই জগিঙে বেরিয়ে খুন হন আমেরিকার আইওয়ার এক কলেজ ছাত্রী। ময়নাতদন্তে মোলিয়ে তিব্বেটস নামে ওই ছাত্রীর দেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনা সারা যুক্তরাষ্ট্রকে নড়িয়ে দিয়েছে।

Share this content:

Back to top button