,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

ডিআরইউ সভাপতি মিঠু, সম্পাদক হাসিব

এবিএনএ: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত। এক ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। এবারের নির্বাচনে ১ হাজার ৩২৬ জন সদস্য ভোট প্রদান করেছেন।

সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ৪৪৯ ভোট, তার নিকটতম প্রতদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী ৩০৪ ভোট পেয়েছেন। এছাড়া এ পদে কবির আহমেদ খান ২৩৬ ভোট, সাখাওয়াত হোসেন বাদশা ২৫৩ ভোট ও সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ১৯৯ ভোট।সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল ৩৮৩ ভোট, রাশেদুল হক ৩৫৮ ভোট, আতিকুর রহমান ৩৩০ ভোট এবং আবুল বাশার নুরু ২৯৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নূরুল ইসলাম হাসিব ৫০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান খান ৩৩৬ ভোট পেয়েছেন। এছাড়া এ পদে তোফাজ্জল হোসেন ২৩১ ভোট, মো. মঈন উদ্দিন খান ২২৭ ভোট ও জামিউল আহসান সিপু পেয়েছেন ১৪৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে শাহনাজ শারমীন ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৫৮৬ ভোট। অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম ৬৭৮ ভোট এবং শাহ আলম নুর পেয়েছেন ৫৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ৮৩৭ ভোট এবং সাইফুল ইসলাম পেয়েছেন ৫৫৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে রফিক রাফি ৭১৫ ভোট এবং কাওসার আজম পেয়েছেন ৬০৫ ভোট। নারী বিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি ৮৫৯ ভোট এবং জান্নাতুল ফেরদৌস পান্না পেয়েছেন ৪৯৫ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ৭২৩ ভোট এবং এম. উমর ফারুক পেয়েছেন ৫২৩ ভোট। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৭২৩ ভোট এবং মো. কবিরুল ইসলাম পেয়েছেন ৬২২ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন ৯৭৩ ভোট এবং সায়ীদ আবদুল মালিক পেয়েছন ৪৩০ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু ৭৮০ ভোট এবং জাহাঙ্গীর কিরণ পেয়েছেন ৫০১ ভোট।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে হাসান জাবেদ সর্বোচ্চ ৮২১ ভোট পেয়েছেন। অন্যদের মধ্যে মাহমুদুল হাসান ৭৩৯ ভোট, সোলাইমান সালমান ৭৩৯ ভোট, সুশান্ত কুমার সাহা ৭০১ ভোট, মো. আল-আমিন ৬৮৬ ভোট, এসকে রেজা পারভেজ ৬৬৫ ভোট, মো. তানভীর আহমেদ ৬৪৪ ভোট, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মহসিন বেপারী পেয়েছেন ৬০১ ভোট। ডিআরইউর বর্তমান সদস্য সংখ্যা এক হাজার ৮৭১ জন, এর মধ্যে ভোটার সংখ্যা ১৭২২ জন। নির্বাচনে মোট এক হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন। একটি ভোট বাতিল হয়েছে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited