আমেরিকা

নিশ্চুপ হিলারিকে কড়া ভাষায় আক্রমণ ট্রাম্পের

এবিএনএ : প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর থেকেই আড়ালে আছেন মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটন। বলতে গেলে জনসম্মুখে একদমই আসেন না তিনি। কিন্তু না চাইলেও তাকে আলোচনায় আসতে হচ্ছে। শুক্রবার তাকে নিয়ে পর পর দুইটি টুইট করেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময়কে টেনে এনে ট্রাম্প ওই টুইটগুলো করেন।

টুইটে হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়ে ট্রাম্প আলোচনা করেছেন। টুইটারে ট্রাম্প লিখেছেন, হিলারির সমর্থকরা এফবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু এফবিআইয়ের কাছে হিলারির ইমেইল কেলেঙ্কারি নিয়ে যেসব তথ্য ছিল সে অনুসারে তাকে নির্বাচনে দাঁড়াতে অনুমতি দেয়াটাই ঠিক হয়নি। হিলারি জঘন্য এক অপরাধী। এফবিআই তার সঙ্গে অনেক ভালো আচরণ করেছে। নির্বাচনে হিলারি হেরেছে কারণ সে ভুল অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালিয়েছিল। তার প্রচারণাও উৎসাহব্যাঞ্জক ছিল না।

ট্রাম্প তার টুইটে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বাতিলেরও হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেন, এ ব্যবস্থা খুব তাড়াতাড়ি ইতিহাসের খাতায় নাম লেখাবে। কারণ এর খরচ বহনের সামর্থ্য আমেরিকার নেই।

Share this content:

Back to top button