জাতীয়বাংলাদেশলিড নিউজ

ইমো-ভাইবারে বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা নেই: তারানা

এবিএনএ : ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে ভয়েস কলে বিধি-নিষেধ আরোপের কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সকালে সচিবালয়ে তার কার্যলয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

তারানা বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, তবে অ্যাপসের মাধ্যমে কল করার ক্ষেত্রে বিধি নিষেধের কোন পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘ভিওআইপির মাধ্যমে অবৈধ কল বন্ধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।’

এরআগে শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপস ব্যবহার করে কথা বলার ক্ষেত্রে শিগগিরই নীতিমালা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button