এ বি এন এ : চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন দলটিরই অনেক নেতা। সম্প্রতি এক চিঠিতে ৭০ রিপাবলিকান নেতা দলটির জাতীয় কমিটির কাছে এই আহ্বান জানিয়েছেন।
মার্কিন রাজনৈতিক সাময়িকীতে প্রকাশিত চিঠিতে রিপাবলিকান নেতারা বলেন, ট্রাম্পের কারণে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবির আশঙ্কা তৈরি হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া ও বিভেদ সৃষ্টির মনোভাব, অদক্ষতা এবং রেকর্ড পরিমাণ অজনপ্রিয়তার কারণে ডেমোক্রেটিকদের বিপুল ভোটে জেতার সম্ভাবনা আছে। এ অবস্থায় রিপাবলিকান জাতীয় কংগ্রেসের উচিত সিনেট এবং হাউসের নির্বাচনের বিষয়ে গুরুত্ব দেওয়া।’
চিঠিতে রিপাবলিকানরা বলেন, ট্রাম্পের পরিবর্তে সিনেট এবং হাউস অব রিপ্রেজেনটিভ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থীদের বিষয়ে দলের নজর দেওয়া উচিত।
চিঠিতে আরো বলা হয়, এটি কোনো কঠিন সিদ্ধান্ত নয়। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার স্বপ্ন ধীরে ধীরে উড়ে যাচ্ছে।
জানা গেছে, রিপাবলিকান নেতাদের স্বাক্ষরিত চিঠিতে কংগ্রেসের কয়েকজন সাবেক রিপাবলিকান সদস্যও স্বাক্ষর করেছেন।
রিপাবলিকান নেতাদের চিঠির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এক প্রতিক্রিয়ায় বলেছেন, দল থেকে বাদ দেওয়া হবে এমন কোনো বিষয় তিনি জানেন না। তিনি নিজেই রিপাবলিকান পার্টিতে তহবিল দেওয়া বাতিল করতে পারেন বলে জানান।
এদিকে টাইম ম্যাগাজিন গতকাল বৃহস্পতিবার জানায়, ডোনাল্ড ট্রাম্পের প্রচারে তহবিল বন্ধের হুমকি দিয়েছেন রিপাবলিকান দলের জাতীয় কমিটির চেয়ারম্যান রেইন্স প্রিবাস। এর পরিবর্তে কংগ্রেস নির্বাচনের প্রচারণায় গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, এমন কোনো কথা হয়নি।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সংবাদমাধ্যমে টানা ১০ দিন ধরে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ গত মঙ্গলবার হিলারির বিরুদ্ধে অস্ত্র অধিকার আইনের প্রয়োগের আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দেন তিনি।
সিএনএনের খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে লাগামহীন কথাবার্তার জন্য ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন রিপাবলিকান দলের নেতারাই। তাঁকে নিয়ে হতাশা প্রকাশ করতেও দেখা গেছে অনেককে।