বিনোদনলিড নিউজ

উন্মুক্ত দেহে ঝড় তুললেন কিম

এবিএনএ: ফ্যাশনের ব্যাপারে কিম কার্দাশিয়ান বরাবরই সাহসী। মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে অর্ধনগ্ন ছবি পোস্ট করতেন তিনি। কখনও তো শরীরে একটাও সুতো থাকত না। কিন্তু এবার তিনি যে নমুনা দেখালেন, তাতে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড়। টেলিভিশন স্টার ও উদ্যোগপতি কিম কার্দাশিয়ানের সেক্সটেপ ফাঁস হয়েছিল ২০০৭ সালে। বয়ফ্রেন্ড রয় জে-র সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছিল সেখানে। তখন কিমের এই সেক্সটেপটি তুফান তুলেছিল। কিন্তু এমন একটি ঘটনার পর আড়ালে চলে যাননি কিম।

Share this content:

Related Articles

Back to top button