আইন ও আদালতলিড নিউজ

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

এবিএনএ: রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরো ২২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচ এম ইলিয়াস হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড হওয়া অন্য ৮ আসামি হলেন হাসানুজ্জামান হিমেল (৩৮), তৌফিকুল ইসলাম চাঁদ (৪৫), মো. মহাসীন (৫০), মো. সাইরুল (২৬), রজব (৩২), বিপ্লব (৩৫), গুড়িপাড়া এলাকার মো. মমিন (৩০) এবং আরিফুল ইসলাম (২৬)। এদের মধ্যে মমিন ও আরিফুল পলাতক আছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৮ আগস্ট গুড়িপাড়া সাকিনের ক্লাব মোড়ে শাহিন শাহকে আসামিরা কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিন শাহকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহতের ভাই নাহিদ আক্তার নাহান বাদী হয়ে ২৯ আগস্ট নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া নাম না জানা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। তদন্তের পর ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Share this content:

Back to top button