খেলাধুলা
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

এবিএনএ : সিরিজের আগের দুই ম্যাচে টসে হারলেও তৃতীয় দিনের টসে অর্থাৎ আজকের টসে জয়লাভ করেছে বাংলাদেশ। আর সেই সুবাদে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি।
জয় দিয়ে দুর্দান্তভাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয়া দারুণ এক সুযোগ মাশরাফির দলের সামনে। আর এই সুযোগটা কাজে লাগাতে বদ্ধ পরিকর টাইগাররা।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রয়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি ও নুরুল হাসান সোহান।
শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, ধনানঞ্জয়া ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসিলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল (উইকেরক্ষক), দানুস্কা গুনাথিলাকা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়, থিসারা পেরেরা, শচিত পাথিরানা, সেক্কুজে প্রসন্ন ও লক্ষন সান্দাকান।
Share this content: