জ্বলে ওঠার অপেক্ষায় আইরিন

এ বি এন এ : র্যাম্প মডেলিং থেকে চলচ্চিত্রে পথচলা আইরিনের। দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে তার।
এরপর ‘ইউটার্ন’ ও ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিগুলো তাকে কিছুটা আলোচনায় রাখে। মাঝে আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তবে গেল ৯ মাসে তার কোনো ছবি মুক্তি পায়নি।
অবশেষে দীর্ঘদিন পর আবারও পর্দায় আসছেন এ নায়িকা। এসএ হক অলীকের ‘এক পৃথিবী প্রেম’ ছবির মধ্য দিয়ে আবারও দর্শকরা এই গ্ল্যামার গার্লকে পর্দায় দেখতে পাবেন। ছবিটি মুক্তি পাবে ১২ আগস্ট।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘এই ছবিটি নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস, আইরিনের এ ছবিটি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।’
পরিচালক সূত্রে জানা যায়, বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন নিয়ে ছবির গল্প তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে নতুন প্রজন্মের প্রেম-ভালোবাসার সম্পর্ক।
Share this content: