এবিএনএ : ধারালো অস্ত্রের আঘাতেই ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব তনয়ের মৃত্যু হয়েছে। একইস্থানে উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল মর্গে ময়না তদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিহত জুলহাজের মাথায় একই স্থানে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। তার মাথার খুলি ভেদ করে ছিন্নভিন্ন হয়ে গেছে। তবে তার মাথা ছাড়া অন্য কোনো স্থানে আঘাতের চিহ্ন নেই।
অন্যদিকে, নিহত মাহবুব তনয়ের পিঠে ও মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। পিঠের আঘাত এতটা গভীর ছিল যে স্পাইনাল কড বিচ্ছিন হয়ে গেছে।
গুরুতর আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। আজ দুপুরেই ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।