এবার পাকিস্তানে সব ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধ

এ বি এন এ : ছবির পর এবার ভারতীয় সব টিভি চ্যানেল নিষিদ্ধ করেছে পাকিস্তান।
‘অবৈধ কনটেন্ট’ প্রদর্শনের অভিযোগ এনে পাকিস্তান সরকার এ নিষেধাজ্ঞা দিয়েছে।
কাশ্মিরের উরিতে ১৮ সৈন্য নিহতের ঘটনায় পরমাণু শক্তিধর প্রতিবেশী দু’দেশের চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো পাকিস্তান।
পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) বলেছে, ১৫ অক্টোবরের পর তাদের নিষেধাজ্ঞার নির্দেশনা টিভি চ্যানেল ও পরিবেশক নেটওয়ার্ক বাস্তবায়নে ব্যর্থ হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পিইএমআরএ বলছে, ভারতীয় টিভি চ্যানেলে ‘অবৈধ কনটেন্ট’ সম্প্রচারের বিষয়ে তারা বহু অভিযোগ পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে।
এরআগে পাকিস্তানের সিনেমা হলে ভারতের চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করা হয়। পাকিস্তানি হল মালিকেরা জানান, নিজেদের সশস্ত্র বাহিনীর সঙ্গে একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা ওই সিদ্ধান্ত নিয়েছেন।
গত বৃহস্পতিবার ভারতের চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার অ্যাসোসিয়েশন বলিউডে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের কাজ করা নিষিদ্ধ করে।
ভারতের ডানপন্থী জাতীয়তাবাদী রাজনীতিক পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারত ছাড়ারও হুমকি দেন।
এরপর গত শুক্রবার পাকিস্তানের বড় বড় প্রেক্ষাগৃহের জোট জানায়, দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত অথবা অন্তত আগামী কয়েক সপ্তাহ তারা তাদের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করবেন না।
Share this content: