খেলাধুলালিড নিউজ

নাসিরের ঘুর্ণিতে ৬৭ রানে গুটিয়ে গেল চিটাগং

এবিএনএ : সিলেট সিক্সার্সের অধিনায়ক অলরাউন্ডার নাসির হোসেনের ঘুর্ণিতে কুপোকাত হয়ে গেল চিটাগং ভাইকিংস| ১২ ওভার ব্যাট করে মাত্র ৬৭ রানেই গুটিয়ে গেল ইনিংস।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। শুরুতে ব্যাট হাতে নেমে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চিটাগং। উইকেট পতনের এই ধারা শুরু থেকে শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দলের ব্যাটসম্যানদের মধ্যে ইরফান শুকুর (১৫), লুইস রিসি (১২) ও স্টায়ান ভন জিল (১১) দুই অঙ্ক ছূঁতে পেরেছেন।
সিলেটের বোলারদের মধ্যে অধিনায়ক নাসির হোসেন ৩১ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া তিন ওভার বল করে মাত্র ৭ রান খরচায় তিন উইকেট নিয়েছেন নাবিল সামাদ। বাকি দুই উইকেট নেন শরীফুল্লাহ।

Share this content:

Back to top button