এবিএনএ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমাদের দলের একটি অংশ বাহিরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আর এ জন্যই পার্টি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারছে না। ফলে মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে পারছে না। আজ সোমবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের অবস্থা তুলে ধরে তিনি বলেন, নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু কিছুই হয়নি। নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে।
Share this content: