বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ওবায়দুল কাদেরের মাতা ফজিলাতুন্নেসার দাফন সম্পন্ন

এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলাতুন্নেসার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর পিতা মোশারেফ হোসেনের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকালে ফজিলাতুন্নেসার লাশ এ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে কোম্পানীগঞ্জে নিয়ে আসা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি,  যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর কবির নানক এমপি, পাট ও বস্ত্র পতিমন্ত্রী মির্জা আজম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, এলামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, অসিম কুমার উকিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, ইসহাক আলী খান পান্না, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ওয়াহিদুজ্জমান, মোর্শেদ আলম এমপি, মো. ইব্রাহিম এমপি, নিজাম হাজারী এমপি, ঢাকা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম প্রমুখ।
বেগম ফজিলাতুন্নেসা কোম্পানীগঞ্জের এক সভ্রান্ত খান পরিবারে জন্ম গ্রহণ করেন। উনার পিতা মৌলভী আমিন উল্যাহ খান সাহেব ১৯৩৭ সালে ওই এলাকার এম.এল.এ ছিলেন।
ফজিলাতুন্নেসা সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৬ মেয়ে আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Share this content:

Back to top button