জাতীয়বাংলাদেশলিড নিউজ

জাতীয় স্মৃতিসৌধে আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা

এবিএনএ: সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইসিসি’এর চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার বেলা ১১ টা ১০ মিনিটে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সন্ত্রীক সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন অতিথিরা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন আইসিসি চেয়ারম্যান। এরপর বেলা সাড়ে ১১টায় স্মৃতিসৌধে এলাকা ত্যাগ করেন তিনি।

Share this content:

Back to top button