আন্তর্জাতিকলিড নিউজ

ইমরান পম্পেও বৈঠক

এবিএনএ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠক করেছেন। বৈঠকের পর তারা বলেছেন, উভয় দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো জোরালো করার ব্যাপারে তারা গুরুত্ব দেন। গতকাল বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত বৈঠকে ইমরান জানান, তার লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নত করা এবং আঞ্চলিক শান্তি পুনঃস্থাপনে ভূমিকা পালন করা। তিনি আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়েও কথা বলেন।

Share this content:

Back to top button