বিনোদনলিড নিউজ

‘এল আনিলো’র রহস্য খোলাসা করলেন জেনিফার লোপেজ

এবিএনএ : মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ স্প্যানিশ ভাষায় এর আগে ৩০টি গানে কণ্ঠ দিয়েছেন। আর সেই ধারাবাহিকতায় গত মাসে প্রকাশ পেয়েছে তাঁর নতুন গানের ভিডিও ‘এল আনিলো’। প্রকাশের পাঁচ সপ্তাহ পর এখন বিলবোর্ডের সেরা বিশে রয়েছে। আমেরিকান গায়িকার কণ্ঠে গানটি ইউটিউবে এরই মধ্যে দেখা হয়ে ছয় কোটি ৩৫ লাখ বারেরও বেশি।

তবুও গানটি নিয়ে আলোচিত বিখ্যাত এই পপ গায়িকা। প্রথমত এটি তাঁর প্রেমিক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজকে উদ্দেশ করে গাওয়া, দ্বিতীয়ত ভিডিওতে রানিরূপে লোপেজের দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু গানটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন তিনি, সেটা বুঝতে পারেননি অনেকেই।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাসা করলেন গানিটির রহস্য। জেনিফার লোপেজ বলেছেন, ‘এটি নারীদের গান। আমরা নারীরা শুধু রানির মতো বসে থাকব আর আমাদের সান্নিধ্যের জন্য পুরুষরা একে অপরের সঙ্গে লড়াই করবে, তা উচিত নয়। নারীদের আরো বুদ্ধিমতী হতে হবে, নিজের পছন্দ-অপছন্দের মূল্য দিতে হবে।’

Share this content:

Back to top button