বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘জনগণকে সম্পৃক্ত করতেই নির্বাচনে বিএনপি’

এবিএনএ : বিএনপি জনগণকে সম্পৃক্ত করতেই নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মিরপুর-৬ নম্বরে ধানের শীষ প্রতীকে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাতে এসেছি। এই নির্বাচনে ঢাকাবাসী ধানের শীষের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব।’

তিনি বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করতেই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয় খালেদা জিয়া ও গণতন্ত্র এবং ঢাকাবাসী নাগরিক অসুবিধা থেকে মুক্তি পাবেন। তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছেন তাতে জনগণ একত্রিত হবেন। তাবিথ আউয়ালের বিজয় সুনিশ্চিত।’ নির্বাচনকে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তাবিথ আউয়াল অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবেন।’

নির্বাচন পেছানোর প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তারই প্রমাণ। তাদের আগেই উচিত ছিল পূজার দিন দেখে তারিখ ঠিক করা।’ এর আগেও জাতীয় নির্বাচনে ইসি এমন ঘটনা ঘটিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা মনে করি জনগণের উত্তাল তরঙ্গ ষড়যন্ত্র, চক্রান্ত পেরিয়ে তাবিথ আউয়ালের বিজয় হবে।’

তাবিথের গণসংযোগে আরও আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিলটনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Share this content:

Related Articles

Back to top button