বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

এবিএনএ: বি‌রোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কা‌দেরের নির্দে‌শে দ্বাদশ সংসদ নির্বাচ‌নে অংশ নেওয়ার আনুষ্ঠা‌নিক ঘোষণা দি‌য়ে‌ছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। বুধবার (২২ নভেম্বর) বিকে‌লে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক সংবাদ স‌ম্মেল‌নে এ ঘোষণা দেন তি‌নি।

মুজিবুল হক চুন্নু ব‌লেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহলের প্রতিশ্রুতিতে বিশ্বাস ক‌রে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।

‘নির্বাচন সামনে রেখে আমরা আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। কিন্তু আমরা নির্বাচনে যাব কী যাব না, তা ঘোষণা করা হয়নি। আমরা সবসময় বলেছি, আমরা একটি আস্থার পরিবেশ চাই। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।’

Share this content:

Related Articles

Back to top button