এবিএনএ : চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই। সোমবার সকাল সোয়া ৮টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন খোকন। স্ত্রী সন্তান নিয়ে উত্তরায় থাকতেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, ৪ জানুয়ারি সন্ধ্যা থেকে উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় শহিদুল ইসলাম খোকনকে। দুরারোগ্য মটর নিউরো ডিজিসে আক্রান্ত হয়ে গত দুই বছর বিছানায় ছিলেন এ চলচ্চিত্রকার। ২০১৪ সালে আমেরিকায় চিকিৎসার জন্য নিয়েও কোনো লাভ হয়নি। সেখানকার চিকিৎসকদের পরামর্শে দেশে ফিরিয়ে আনা হয় তাকে।
এরপর গত ৩১ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে রাখা হয় খোকনকে। এদিকে গুণি এ চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের অন্তিম মুহূর্তের খবর শুনে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের তারকারা। অসংখ্য সুপারহিট ছবির নির্মাতা শহিদুল ইসলাম খোকন। তিনি এ পর্যন্ত নির্মাণ করেছেন ৩০টিরও বেশি চলচ্চিত্র। ‘ভণ্ড’, ‘ঘাতক’, ‘ম্যাডাম ফুলি’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’সহ অসংখ্য ব্যবসা সফল ছবি পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রক্তের বন্দি’। এফডিসি সূত্র জানায়, দুপুরে খোকনের মরদেহ তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নেয়া হবে। তবে তার জানাজা ও দাফন কোথায় কখন হবে এ বিষয়ে বেলা ১১টা পর্যন্ত তার পরিবার ও এফডিসি সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।