বাংলাদেশরাজনীতিলিড নিউজ

গুম খুন মামলা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার

এবিএনএ : গুম খুন মামলা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলি গুম হওয়ার পাচ বছর উপলক্ষে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ৮০টি মামলা করেছে উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, ‘গুম খুন মামলাকে আওয়ামী লীগ সরকার হাতিয়ার হিসেবে নিয়েছে। এটা অবৈধ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার একটি কৌশল। কোরন তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

গুম-খুন মানবাধিকারের ক্ষেত্রে বড় একটি ক্রাইম উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সরকারকে জণগনের কাছে এই সকল গুম-খুনের হিসাব দিতে হবে। এই অপরাধ ক্ষমা করার মতো নয়। এর সাথে যারা জড়িত তারা ক্ষমা পাওয়ার যোগ্য নয়।

ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দিতে গেছেন, কিছু আনতে পারেননি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ভারত সফরে বাংলাদেশ কিছুই পায়নি তা প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রমানীত। তিনি বলেছেন, “পানি মাঙ্গা, লেকিন ইলেকট্রিসিটি মিলা।” প্রধানমন্ত্রী জনগণের প্রতিনিধি নয় বলেই ভারত থেকে কিছু আনতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে ছাড়া আগামী জাতীয় নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলেন, “বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে।” আপনারা (আওয়ামী লীগ নেতারা) চিন্তা করুন কিভাবে বিএনপিকে নির্বাচনে আনবেন। কারন বিএনপিকে ছাঢ়া আর কোন নর্বিাচন হবে না। প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে ইচ্ছে মত কল কাঠি নাড়বেন, পদে পদে বাধার সৃস্টি করবেন আর বলবেন নির্বাচনে আসেন, তা হবে না। নিরপেক্ষ সরকারের অধিনেই নির্বাচন হতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবীব-উন-নবী হাবিব সহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Share this content:

Back to top button