জাতীয়বাংলাদেশলিড নিউজ

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এ বি এন এ : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। শনিবার সকালে এ দুর্ঘটনা দু’টি ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা (এসসি) বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।  এদিকে, একই উপজেলার ভবানীপুর (বাঘের বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৭ জন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। মরহেদ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত চলছে।

Share this content:

Related Articles

Back to top button