
এবিএনএ: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ দোয়া ও আলোচনাসভার আয়োজন করেছে। সভা অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট গরমেট রেস্টুরেন্টে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে আহ্বায়ক এবং শেখ শওকত শিমুলকে সদস্য সচিব করে জাতীয় শোক দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এবং সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন এমরান অনুষ্ঠানে সবাইকে সপরিবারে যোগদানের মাধ্যমে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।
Share this content: