জাতীয়বাংলাদেশলিড নিউজ

আবারো খুলনার মেয়র বাগেরহাটের সন্তান খালেক

এবিএনএ : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হয়েছেন বাগেরহাটের সন্তান নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে খুলনা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। ২৮৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। আর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ২৮৯টি কেন্দ্রে ভোট প্রদান শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের ভোট অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
বাগেরহাটের কৃতি সন্তান ও বাগেরহাট -৩ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক পুনরায় খুলনা সিটি করপোরেশন এর মেয়র নির্বাচিত হওয়ায় বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button