বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা

এবিএনএ : বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। ৩৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
১৯৮১ সালের এই দিনে ৩০মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপৎগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।
বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এই দিনটি ‘জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী’হিসেবে পালন করে আসছে। দিবসটি পালন উপলক্ষে বরাবরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
গতবছর দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই দিনে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে নেতৃত্ব দিলেও এবার তিনি পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন গত ৮ ফেব্রুয়ারি থেকে।
পুস্পমাল্য অর্পণের এই কর্মসূচিতে মহাসচিব ছাড়াও  স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, , ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ নেতা হাবিবুর রহমান হাবিব, কবীর মুরাদ, সিরাজউদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, দেওয়ান মো. সালাউদ্দিন, মীর সরফত আলী সপু,  অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অঙ্গসংগঠনের মুন্সি বজলুল বাসিত আনজু,  কাজী আবুল বাশার, সাইফুল আলম নিরব, সুলতান সালা্উদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আবদুল কাদের ভুইয়া জুয়েল, আনোয়ার হোসাইন, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, তকদীর মো. জসিম, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হকসহ  কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে বলেন, ‘সারা দেশটাকে তারা কারাগারে পরিণত করেছে। দেশনেত্রীকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। আজকের দিনে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছি যে, আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব এবং দেশনেত্রীকে মুক্ত করব।’
বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে প্রয়াত নেতার কবরে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এদিকে সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প খোলা হয়। এর উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে  বিনামূ্ল্যে ওষধ বিতরণ করা হয় রোগিদের মধ্যে। ৩৭ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে দশ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু করে। কেন্দ্রীয়ভাবে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ করেছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ পড়েছেন।
জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব শেরে বাংলানগরে টি অ্যান্ড টি খেলার মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া রাজধানীর খিলগাঁও, কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে মহানগর নেতারা জানিয়েছেন।

Share this content:

Back to top button