এবিএনএ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র ফেরানোর জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবে বিএনপি’। আজ শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপিকে গুম-খুন ও নির্যাতন করে দুর্বল করা যায়নি বলে দাবি করেন তিনি। আলোচনা সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি যে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য জীবনের শেষ রক্ত দিয়ে হলেও লড়াই করব। ’
এ সময় বিএনপির মহাসচিব আরও যোগ করেন ‘আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা প্রতিবার রাজপথে আসছি, সময়-সুযোগ মতো আবার আসব। এটা তো বিভিন্ন কৌশলের ব্যাপার। রাজনীতি তো এক জায়গায় বেঁধে রাখার জিনিস নয়। রাজনীতির বিভিন্ন রকম উত্থান-পতন আছে। কখনো খারাপ সময় যাবে, কখনো ভালো সময় যাবে। ’