এ বি এন এ : ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তৃতা দিয়েছেন। তার বক্তব্যের পর পর্দার পেছন থেকে মঞ্চে আসেন হিলারি ক্লিনটন, যদিও তার আসার কথা ছিল না। দু’ জন এরপর একে অপরকে আলিঙ্গন করেন। তাদের এ ছবিটি ফটো শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানের সবচেয়ে বেশি লাইক পড়া ছবি।
হিলারির প্রচারশিবিরের অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ওই ছবির শিরোনাম ছিল, ‘আমরাও আপনাকে ভালোবাসি, প্রেসিডেন্ট ওবামা’। এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ ‘লাইক’ দিয়েছেন ছবিটিতে। মন্তব্য পড়েছে প্রায় ৮ হাজার।