
এবিএনএঃ মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে খারাপ আবহাওয়ায় অবতরণের সময় বুধবার ৬টা ২২ মিনিটে রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন টুকরো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট। বিমানে এক শিশুসহ ২৯ জন আরোহী, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। এতে যাত্রীসহ সবাই কমবেশি আহত হন। ওই বিমানে মোট ৩৩ জন আরোহী ছিলেন বলে দুর্ঘটনার পর জানায় বিমান কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি।
আজ বৃহস্পতিবার একটি সূত্রে জানা যায়, ছিটকে পড়া বিমানটিতে ১৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এছাড়া পাঁচজন চীনা, একজন ভারতীয়, দুইজন ব্রিটিশ, তিনজন মিয়ানমারের, একজন ডেনমার্কের, একজন ফ্রান্সের ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। মোট ২৯ জনের নাগরিকত্বের পরিচয় জানালেও ওই সূত্রটি বাকি আরোহীদের পরিচয় জানাতে পারেনি।
Share this content: