লাইফ স্টাইল

নারীদের যে গুনাবলী পুরুষদের মুগ্ধ করে

এবিএনএ : মনের মানুষ মনের মতো হবে-এরকমই সবার প্রত্যাশা। প্রতিটি পুরুষই চায় তার সঙ্গীনি হবে মনের মতো-যেমনটি সে কল্পণায় ছবি আঁকে,খুব রূপসী এবং আকর্ষণীয়। আর নারীর কিছু বিশেষ গুনাবলী রয়েছে যা একজন পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যথেষ্টই বলা চলে।

চলুন জানা যাক, পুরুষদের মোহিত করা নারীদের সেই সব গুনগুলি ।

আত্মবিশ্বাস :-

পুরুষকে আকৃষ্ট করতে নারীর আত্মবিশ্বাসের বিকল্প নেই। যে নারী তার সৌন্দর্য্য এবং ব্যক্তিত্ব নিয়ে যত বেশি আত্মবিশ্বাসী, পুরুষ তাকে ততটা বেশি পছন্দ করে। সততা,মেধা,কর্মদক্ষতা ও প্রক্ষর বুদ্ধি নারীকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলে।nahrin-mou

হাস্যজ্জলতা :-

হাসি মাখা মুখ দেখতে সবার ভালো লাগে।সদা হাস্যজ্জল নারীকে পুরুষেরা পছন্দের শীর্ষে রাখে। ঘোমরামুখো নারী পুরুষের প্রধান অপছন্দ।

শক্তিশালী ধর্মীয় বিশ্বাস :-

নারী কতটা ধার্মিক তার চেয়ে সে ধর্মীয় অনুভুতি সম্পর্কে কতটা আস্থাশীল তার উপর একজন পুরুষের ওই নারীর প্রতি ভালোগার মাত্রা নির্ভর করে।

সুন্দর শারিরীক গঠন:-

আর্কষণীয় ও সুন্দর শারীরিক গঠনের নারীই সব পুরুষের পছন্দ।পুরুষ নারীর কোমরের খাঁজ তথা কার্ভ দেখতে পছন্দ করে। শরীরের সাথে মানানসই হওয়া হালকা-পাতলা কোমড়,ছিপছিপে গড়ন সৌন্দর্য্যের অন্যতম একটি অনুষঙ্গ।Sundori

মিষ্টিভাষী :-

সুন্দর করে গুছিয়ে কথা বলাটা হচ্ছে-একটা আর্ট।মিষ্টি মিষ্টি কথা শুনতে সবার ভালো লাগে।যেসব নারীরা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তারা সব পুরুষের কাছেই প্রিয়।

পরিপাটি জামা-কাপড় :-

পুরষ নারীর পরিপাটি সাজের পাগল। তবে তা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য্য মনে হতে হবে।x16

সুগন্ধী :-

নারীর শরীরের মিষ্টি সুগন্ধ পুরুষের মনে নেশা ধরিয়ে দেয়। এটি বাধ্যতামুলন নয় যে- নারীকে কোন একটি পারফিউম ব্যবহার করতেই হবে। নারীর শরীরে প্রাকৃতিক ভাবে যে গন্ধ থাকে তা পুরুষ বধে একধরনের প্রাকৃতিক অস্ত্র।

লম্বা পা :-

বেশিরভাগ পুরুষ সুঠাম লম্বা পা এর নারীকে সুন্দরী নারী মনে করে থাকে। সম্প্রতি টুইটারে চালানো জরিপে এই ফলাফল পাওয়া গেছে।

হাই হিল :-

নারীর হাই-হিল অনেক পুরুষের জন্য আরো একটি আকর্ষণ। অনেক পুরুষকেই দেখা যায়, নারীর সুন্দর পা তথা সুন্দর জুতা যুক্ত পা পছন্দ করে থাকে।

স্বামীর নাম ধরে ডাকা :-

অনেক পুরুষ তাদের স্ত্রীর মুখে তাদের নাম শুনতে চান। বিশেষ করে স্বামী-স্ত্রী একা থাকলে স্বামীর কানে ফিসফিস করে তার নাম উচ্চারন করে কথা বলা অনেক পুরুষের জন্য আনন্দদায়ক বিষয়ও বটে।

Share this content:

Related Articles

Back to top button