আমেরিকাএক্সক্লুসিভএবিএনএ স্পেশাল

যুক্তরাজ্যকে ইইউতে থাকার পরামর্শ ওবামার

এবিএনএ : সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরাল করতে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন না ছাড়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিন দিনের সফরে ওবামা বৃহস্পতিবার যুক্তরাজ্যে যান। এই সফর শেষে তিনি জার্মানি যাবেন।

সফরে শুক্রবার যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা মধ্যাহ্নভোজে অংশ নিবেন। পরে তারা ডিউক ও ডাচেস অব কেমব্রিজের সঙ্গে ডিনার করবেন।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

এদিকে, যুক্তরাজ্য সফরের আগে ওবামা দুদিনের সফরে সৌদি আরব যান। সেখানে তিনি সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে যোগ দিয়ে ওবামা জঙ্গিগোষ্ঠি আইএস মোকাবেলায় আরব মিত্র দেশগুলোর কাছে আরও সহযোগিতা চান।

Share this content:

Back to top button