জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

ঘূর্ণিঝড় রোয়ানু : পেছাল এইচএসসি পরীক্ষা

এ বি এন এ : ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রবিবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা, নতুন সূচি অনুযায়ী ২২ মে অনুষ্ঠেয় এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে অনুষ্ঠেয় পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার বেলা ২টা থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share this content:

Back to top button