বিনোদনলিড নিউজ

নিজেই বুকখোলা ছবি পোস্ট করলেন বেয়োন্সে

এবিএনএ: হাল আমলের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেয়োন্সে নোয়েল (৩৭)। লাখো হৃদয়ে কাঁপন ধরান তিনি গান গেয়ে। সেই সঙ্গে রয়েছে তার শরীরের কারুকাজ। গানের সঙ্গে সঙ্গে শরীরকে যেভাবে তুলে ধরেন তাতে কোনো কনসার্টে হুমড়ি খেয়ে পড়েন দর্শক, শ্রোতা। সেই সঙ্গে তো তার গায়কী আছেই। পশ্চিমা এসব তারকা হরহামেশাই পোশাক খোলেন। ক্যামেরার সামনে দাঁড়ান। তার বেশির ভাগই পেশাগত কাজের ক্ষেত্রে ঘটে থাকে।

Share this content:

Back to top button