বাংলাদেশরাজনীতিলিড নিউজ

কারো কথায় সরকারের ভিত নড়ে না : তথ্যমন্ত্রী

এবিএনএ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের ভিত কারো কথায় নড়ে না, আবার শক্তিশালীও হয় না। বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার তোষামোদ করে নির্বাচনে আনতেও চায় না। আর আদালত কোনো অপরাধীকে সাজা দিলে তাকে নির্বাচনের বাইরে রাখা সরকারের দায়িত্ব না। কারণ নির্বাচন ও আদালতের দরজা সবার জন্য খোলা।
শুক্রবার জুম্মার নামাজের আগে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
জাসদের সভাপতি ইনু বলেন, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হয় তাহলে উচ্চ আদালতে আইনী লড়ায়ের অধিকার তার আছে।
ইনু বলেন, সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এ দুটি বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্তের জাল বিস্তার করেছে। দলের নেতা-কর্মীর সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না উল্লেখ করে তিনি বলেন, এদিক থেকে বিএনপির ভোট করতে বাধা নেই, তারা নির্বাচন করতে পারেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button