আমেরিকা

ট্রাম্পভীতিতে আমেরিকায় আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে ৪০ ভাগ

এবিএনএ : ট্রাম্প-ভীতির কারণে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির আবেদন ৪০ ভাগ কমেছে। বিশেষ করে মুসলিম শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্যে আমেরিকাকে নিরাপদ ভাবতে পারছে না।  গত সপ্তাহে আমেরিকার ২৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতরে পরিচালিত এক জরিপে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

আমেরিকান অ্যাসোসিয়েশন অব কলেজিয়েট রেজিস্ট্রার্স অ্যান্ড এডমিশন অফিসার্স থেকে আরও জানা গেছে, শিক্ষার্থী সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। মেধাবীরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন তথা মুসলিম বিদ্বেষমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ভিন্ন দেশে যাবার সিদ্ধান্ত নিচ্ছেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা বছরে ৩২ বিলিয়ন ডলারের অবদান রাখেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। গত দশকে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন বেড়েছিল। গত বছর সে সংখ্যা দাঁড়ায় ১০ লাখ।

Share this content:

Back to top button