আন্তর্জাতিকলিড নিউজ

ব্রিটিশ এমপিকে একদিনে ধর্ষণের ৬০০ হুমকি

এবিএনএ : মাত্র একদিনেই ৬০০ ধর্ষণের হুমকি পেয়েছেন ব্রিটিশ এমপি জেস ফিলিপস। তিনি ২০১৫ সালে বার্মিংহাম ইয়ার্ডলি থেকে পার্লামেন্টের এমপি নির্বাচিত হন।
ইন্ডিপেনডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছর একদিনেই সামাজিক মাধ্যমে তাকে ৬০০ বার হত্যা ও ধর্ষণের হুমকি দেয়া হয়। হুমকিদাতাদের মধ্যে বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, ব্রিটিশ, বিদেশিসহ সব ধরনের মানুষই রয়েছে। তাদের মধ্যে একটিই মিল, সেটি হল তারা সবাই পুরুষ। এমন পরিস্থিতিতে তিনি জনজীবনে নারীদের সহায়তা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করার আহ্বান জানান।
ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির নারী সদস্যদের প্রধান এই এমপি বলেন, গত বছর লেবার পার্টির এমপিদের বিরুদ্ধে যৌনতার যে অভিযোগ উঠেছিল, তার সঙ্গে এ হুমকির কোনো সম্পর্ক নেই। ভার্চুয়াল জগতে ফিলিপসের বেশ জনপ্রিয়তা রয়েছে। তার টুইটার অনুসারীর সংখ্যা ৬২ হাজারেরও বেশি। দ্য টাইমসকে পৃথক একটি সাক্ষাৎকারে তিনি জানান, ধর্ষণের ঘটনা পরিহার করতে তিনি টুইটারের সেটিং পরিবর্তন করেছেন। এর পরেও থামেনি যৌন হয়রানি।
গত সপ্তাহে ভার্চুয়াল জগতে তাকে মোটা, কুৎসিত, যৌনতা সম্পর্কে অজ্ঞসহ বিভিন্ন হয়রানিমূলক মন্তব্য করা হয়। এক্ষেত্রে তিনি নিজের দলের সদস্যদেরকেই দোষারোপ করেন। তিনি বলেন, যৌনতার বিষয়ে তার দলের সদস্যদের তুলনায় ডানপন্থী সদস্যদেরকে মোকাবেলা করা সহজ। এর আগে তিনি বামপন্থী সদস্যদেরকে ‘নিকৃষ্ট যৌনবাদী’ বলে আখ্যা দিয়েছিলেন। ফিলিপ বলেন, যখন মানুষ নিজেদেরকে সবচেয়ে ভালো মনে করে তখন পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়।

Share this content:

Related Articles

Back to top button