জাতীয়বাংলাদেশলিড নিউজ

দলবল নিয়ে রাজপথে মেয়র আরিফ

এবিএনএ : সিলেট নগরীর সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে টানা অভিযান চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলর, চেম্বার নেতৃবৃন্দ এবং সিসিকের কর্মকর্তাদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এদিন, বেলা ১২টায় মেয়য়ের নেতৃত্বে নগর ভবনের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এবং নগরীর সুরমা মার্কেট থেকে বন্দরবাজার হয়ে জিন্দাবাজার পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় মেয়রের সাথে ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, শান্তনু দত্ত সন্তু, দিনার খান হাসু, রাজিক মিয়া, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খন্দকার শিপার আহমদ, সিসিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Share this content:

Back to top button