
মহম্মদ সুমন, আটলান্টিক সিটি,ইউ,এস,এ : ইউ এস, এর, নিউজারসিতে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশীদের জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমনের কারনে নিউজারসি রাজ্যে জরুরি অবস্থা ঘোষনা করায় প্রবাসী বাংলাদেশীদের অনেকেই আতংকে ভুগছেন। করোনা আতংকে প্রবাসী বাংলাদেশীদের অনেকেই জনসমাগম এড়িয়ে চলছেন। অনেকেই সামাজিক অনুষ্ঠানগুলোতে আতিথ্য গ্রহন কমিয়ে দিয়েছেন। করোনা ভাইরাস এর প্রভাবে নিত্যপণ্যের বাজারেও আতঙ্কের ছায়া। অনেক প্রবাসী বাংলাদেশী আপদকালীন খাদ্য সামগ্রী মজুত করছেন।তাই বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারি সহ অন্যান্য গ্রোসারিগুলোতে কর্মীদের দম ফেলার ফুরসত নেই।ক্রেতাদের আবদার ও চাহিদা মেটাতে গিয়ে গ্রোসারি মালিকরা হিমসিম কাচ্ছেন। আটলান্টিক সিটির প্রান ক্যাসিনোগুলোতে কর্মরত বাংলাদেশীদের অনেকেই আতংকের মধ্যে আছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী বাংলাদেশী ক্যাসিনো কর্মী জানান, ক্যাসিনোগুলোতে সব ধরনের লোকজনের অবাধে যাওয়া আসার কারনে তারা সংক্রমনের ভয়ের মধ্যে আছেন।যদিও ক্যাসিনো কতৃপক্ষ জানিয়েছে তারা যথাযথ প্রতিষেধক ব্যবস্থা গ্রহন করেছেন। এছাড়া আটলান্টিক সিটির নগর কতৃপক্ষও করোনা ভাইরাসজনিত সংক্রমন মোকাবিলায় নগরবাসীর স্বাস্হ্য সুরক্ষায় বেশ সক্রিয়। বাংলাদেশেও করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় স্বজনদের চিন্তায় প্রবাসীদের অনেকেই অস্থির হয়ে পড়েছেন। সুযোগ পেলেই মেসেনজার, স্কাইপের মাধ্যমে যোগাযোগ করছেন, খবরাখবর নিচ্ছেন। আটলান্টিক সিটির প্রান ক্যাসিনোগুলোতে লোকসমাগম কমে যাওয়ায় ক্যাবি চালকদের আয়ে টান পড়েছে।ঊবার চালকদেরও অবস্হা একই। জিটনি পরিবহন ব্যবসায়ী খসরু কামাল জানান, করোনা ভাইরাস এর সংক্রমনের কারনে তাদের জিটনি পরিবহনে যাএী অনেক কমে গেছে। করোনা ভাইরাস এর সংক্রমনের কারনে সতর্কতামূলক ব্যবস্হা হিসাবে অনেক বাংলাদেশী সংগঠন তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী স্হগিত করেছে। ইতোমধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি তাদের পূর্ব নির্ধারিত কনস্যুলেট সেবা কার্যক্রম স্হগিত করেছে। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ তাদের পূর্ব নির্ধারিত ‘মুজিব বর্ষ ‘র অনুষ্ঠান স্হগিত করেছে। মসজিদ আল হেরার খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড: রুহুল আমিন জানান, তিনি জুমার নামাজের একাধিক খুতবায় করোনা ভাইরাসের ভয়াবহতা এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে মুসল্লীদের অবহিত করেছেন। এ প্রসংগে তিনি ধর্মীয় অনুশাসনগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান। সর্বজন শ্রদ্ধেয় পুরোহিত বাবু সুভাষ চক্রবর্তী জানান, করোনা ভাইরাস সংক্রমনের ভয়াবহতার হাত থেকে বিশ্ব মানবতা যাতে দ্রুত মুক্তি পায় সেজন্য তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা করেন।করোনা ভাইরাস এর সংক্রমনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এর প্রতিরোধমূলক ব্যবস্হাগুলো মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান।আমিরিকান বাংলাদেশ রিপাবলিকান ক্লাবের সভাপতি ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক শেখ শওকত শিমুল সকল বাংলাদেশীদের সাবধানে থাকতে ও জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। অাটলানটিক সিটি পেসক্লাব এর সভাপতি অাকবর হোসেন,সাধারণ সম্পাদক মহম্মদ শাহিন সকল বাংলাদেশীদের প্রয়জনে তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
Share this content: