এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব আজ আস্থা ও বিশ্বাসের স্থলে পরিণত হয়েছে। করোনাভাইরাস মহামারিকালে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার নিশ্চিতকরণসহ দেশের মানুষের সেবায় র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাটে চর এলাকার আট হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঘোষিত ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে রংপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১৩ তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারিসহ ধর্ষণ, চাঁদাবাজি, ইয়াবা সন্ত্রাসীর মতো অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। সবকিছুতে র্যাব সফল হয়ে জনগণের হৃদয়ে স্থান নিয়েছে। র্যাবের উপর্যুপরি অভিযানের ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেছেন।’
তিনি বলেন, ‘র্যাব শুধু প্রশাসনিক নয়, রাতের আঁধারে জনগণের পাশে গিয়ে কাজ করছে, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন। অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে রাজারবাগ গিয়ে পুলিশ বাহিনীকে বলেছিলেন, তোমরা পাকিস্তানি কিংবা ব্রিটিশ পুলিশ নয়, তোমাদের জনগণের পুলিশ হতে হবে। জনগণের পাশে থেকে কাজ করতে হবে। জাতির জনকের নির্দেশে পুলিশ বাহিনী আজ জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে পেরেছে। পুলিশ কাজ করছে বলে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনী আমাদের নিরাপত্তা না দিলে সবকিছু মুখ থুবরে পড়ত।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মহামারি মোকাবিলাকে সব্বোর্চ গুরুত্ব দিয়েছেন। করোনার কারণে সারাবিশ্বের অর্থনীতি যখন স্থবির হয়ে পড়েছে, বাংলাদেশ সেখানে ব্যতিক্রম দেশ। তাই বিশ্বে করোনা মোকাবিলায় সক্ষমতার দিক থেকে বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে। করোনার কারণে কৃষকরা যখন ধান কাটতে অসুবিধায় পড়েছে, সেই সময় প্রধানমন্ত্রীর ডাকে ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পুলিশ বাহিনীসহ সকলে সাড়া দিয়ে কৃষকের জমির ধান কেটে দিয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বক্তব্য রাখেন- ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, গাইবান্ধা-২ আসনের সাংসদ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতি, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন, রিকশাচালক আতাউর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস (এস) বিএন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম. এ. ইউ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। শীতবস্ত্র বিতরণ শেষে বিকেল সাড়ে ৩টায় তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।