জাতীয়বাংলাদেশলিড নিউজ

ফের রাজধানীতে বিক্ষোভে পোশাক শ্রমিকরা

এবিএনএ: ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেমে নেই। শনিবার ঢাকার ভাষানটেক, শেওড়াপাড়া ও মিরপুর বাংলা কলেজের সামনে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ফলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, ভাষানটেক এলাকার তামান্না গার্মেন্টসের শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করে। পরে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধু হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। মিরপুর থানার ওসি দাদন ফকির জানান, শেওড়াপাড়ার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। ফলে রোকেয়া সরণি দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে।

Share this content:

Back to top button